সেবা/ অধিকারের বিষয় | সেবা প্রদানের পদ্ধতি ও শর্তাবলী | সময়সীমা | প্রতিকার পদ্ধতি |
খাদ্য শস্যের বিলি বিতরণ আদেশ (ডিও) প্রদান, ও.এম.এস কার্যক্রম এবং অভ্যন্তরীণ খাদ্য শস্য সংগ্রহের মাধ্যমে সেবা অধিকার প্রদান | ১। বরাদ্দকৃত খাদ্য শস্য উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক চাহিদা পত্র পিআইও/মহিলা বিষয়ক অফিসের মাধ্যমে টি.আর, কাবিখা, ভিজিডি, ভিজিএফ, জি.আর এবং অন্যন্ন খাতে বিলি বিতরণ আদেশ (ডিও)প্রদান।
২। বাজার দর উর্ধ্বগতি রোধ করার লক্ষে খোলা বাজারে চাল/আটা বিক্রয় ৩। অভ্যন্তরীন বাজার থেকে খাদ্য শস্য সংগ্রহ করার মাধ্যমে কৃষককে ন্যায্যমূল্য প্রদান | ১। ডিও আদেশ সময়সীমা ১-১০ দিন ২। সংগ্রহ কার্যক্রম ৬০-৯০ দিন | কোন সমস্যা তৈরী হলে জেখানি, মানিকগঞ্জ এর মাধ্যমে প্রতিকার পাওয়া যাব্ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS